পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  CCNA-নেটওয়ার্ক পরিচিতি নেটওয়ার্ক কি? একটি কম্পিউটার যখন এক বা একাধিক কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে তথ্য আদানপ্রদান করে তখন থাকে নেটওর্য়াক বলে। নেটওর্য়াক করার জন্য ন্যূনতম দুটি কম্পিউটার প্রয়োজন। নেটওয়ার্কের প্রকারভেদ : নেটওয়ার্কে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। LAN MAN WAN Local Area Network (LAN): একই বিল্ডিং এর মাঝে অবস্থিত বিভিন্ন কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্রকে লোকাল এরিয়া নেটওয়ার্ক  বলে। এই নেটওয়ার্ক এর ডাটা ট্রান্সফার গতি ১০এমবিপিএস। এই নেটওয়ার্ক এ ব্যবহিত ডিভাইসগুলো হলো রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস ইত্যাদি। Metropolitan Area Network (MAN) : একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত ইন্টারফেসকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক । এ ধরনের  নেটওয়ার্ক ৫০-৭৫ মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই নেটওয়ার্কর ডাটা ট্রান্সফার স্পিড গিগাবিট পার সেকেন্ড। এ ধরনের নেটওয়ার্ক এ ব্যবহিত ডিভাইস গুলো হলো রাউটার, সুইজ, মাইক্রোওয়েভ এন্টেনা ইত্যাদি। WAN(Wide Area Network) : দূরবর্তী ল্যানসমূকে নিয়ে গড়ে উঠা নেটওয়ার্ক...
CCNA কী, কী জন্য ও কীভাবে পড়বেন? CCNA কি? Cisco Certified Network Associate যাকে সংক্ষেপে বলা হয় CCNA। এটি একটি বিশেষ ধরনের নেটওয়াকিং কোর্স। চাকরির প্রমোশনে ও জব এনরিচমেন্টে আইটি সার্টিফিকেশনের বিকল্প নেই। যারা নেটওয়াকিং সম্পর্কে জানতে আগ্রহী বা নেটওয়ার্কিং কে পেশা হিসেবে নিতে চান তাদের জন্য নেটওয়াকিং শিক্ষার শুরু হতে পারে CCNA কোর্সটি দিয়ে। নেটওয়াকিং বিষয়ক যতধরনের কোর্স বর্তমানে প্রচলিত রয়েছে তার মধ্যে Cisco Certified Networking কোর্সগুলো হচ্ছে পূর্বের সকলের চেয়ে ভাল। এর কোর্স কারিকুলাম অত্যন্ত আধুনিক ও সময়োপযোগী। সিসিএনএ টেকনো বিশেষজ্ঞদের নেটওয়ার্ক স্কিল উন্নয়নে সর্বাধিক সহায়তা সহ সর্বশেষ প্রযুক্তির নেটওয়ার্ক জ্ঞান প্রদান করবে। Cisco Career Certifications এর আওতায় নেটওয়ার্ক সংক্রান্ত কোর্সগুলোর মধ্যে এন্ট্রি লেভেলের কোর্স CCENT (Cisco Certified Entry Networking Technician) তারপরই CCNA। CCNA করার জন্য CCENT করতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই, তবে CCNP (Cisco Certified Network Professional) এবং CCIE করতে গেলে আপনাকে অবশ্যই CCNA কমপ্লিট থাকতে হবে। এই ক...
 CCNA: IP addressing একটি IP ঠিকানা হল একটি একটি IP নেটওয়ার্কের নোড বা হোস্ট সংযোগের জন্য লজিক্যাল আইডেন্টিফায়ার. একটি IP ঠিকানা হল একটি 32 বিট বাইনারি সংখ্যা, এবং 4 8 বিট প্রতিটি দশমিক মান হিসাবে প্রতিনিধিত্ব করেন. দশমিক মান 0 থেকে 255 পরিসরের. এই "dotted decimal" হিসাবে পরিচিত হয়. উদাহরণ: 192.189.210.078 বাইনারি মান 192 .189 .210 .078 11000000.10111101.11010010.1001110 প্রতিটি IP ঠিকানা নেটওয়ার্ক আইডেন্টিফায়ার এবং নোডের আইডেন্টিফায়ার গঠিত.  IP নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্কের শ্রেণী ভিত্তিতে বিভক্ত করা হয়.  নেটওয়ার্কের বর্গ IP ঠিকানা নেতৃত্বপ্রদানকারী বিট হিসেবে নিচে দেখানো দ্বারা নির্ধারিত হয়.                                  ADDRESS-class 5 বিভিন্ন address class আছে. আপনি ip address দেখে ip কোন class তা নির্ধারণ করতে পারেন যেমনঃ- class A address শুরু হয় 0xxx, বা 1 থেকে 126 . class B...
ছবি
Opera Mini এর ৩টি টিপস, বাড়িয়ে নিন নেট speed! ১। বর্তমানে মোবাইল ব্রাউজারের মধ্যে সেরা ব্রাউজার Opera Mini তার কারন হল এই Opera Mini মিনি দিয়ে লেখা যেমন সুন্দর দেখা যায় তেমনি স্পীড ও ভাল। যাহা অন্য ব্রাউজারে দেখা যায় না, আমি অনেক গুলো মোবাইল ব্রাউজার ব্যবহার করেছি যেমন One Browser, ডলফিন Browser ইত্যাদি , কিন্তু এগুলো থেকে আমার কাছে অপেরা অনেক ভাল লেগেছে, আশা করি Browser এর মধ্যে সবারি Opera Mini প্রিয়, তাই আজ আমি  আপনাদের জন্য নিয়ে আসলাম ৩টি টিপস, ১। Opera Mini তে speed বৃদ্ধি করা নিয়ম! প্রথমে আপনার Opera Mini Browser টি ওপেন করুন, এরপর URL বক্স এ opera:config লিখে Go তে ক্লিক করুন, তাহলে নিচের মত কিছু Option দেখতে পাবেন, এবার অপশন Loading Timeout option থেকে 30 থেকে 60 বা 3600 সিলেক্ট করুন। ২। দ্বিতীয় কাজ এবার Loading Timeout option এর নিচে site patches and user agent masking বক্স থেকে Yes থেকে “No” সিলেক্ট করে দিন । সবশেষ নিচে “save” এ ক্লিক করে সেভ করুন। ব্যাস, আপনার কাজ শেষ এবার এবার অপেরা মিনি চালু করে দেখুন কেমন স্পীড পান! ৩।  আমরা যে কোন...