ফেসবুকের থিম পরিবর্তন করুন একদম সহজ পদ্ধতিতে। মজিলা ফায়ারফক্স এ।
ফেসবুকের থিম পরিবর্তন করুন একদম সহজ পদ্ধতিতে। মজিলা ফায়ারফক্স এ। আমরা সবাই কমবেশি ফেসবুক ব্যাবহার করি। ফেসবুক এর সাধারন লুক হল নীল-সাদা। যারা এইটা ব্যাবহার করতে করতে বোর হয়ে গেছেন তাদের জন্য নিয়ে এলাম খুব সহজ পদ্ধতি তে থিম চেঞ্জ করার নিয়ম এজন্ন অবশ্যই আপনার ফায়ারফক্স থাকতে হবে। তো কিভাবে করবেন? নিচে দেয়া হল। স্টেপ ১ : ফায়ারফক্স এ প্রবেশ করে অপশন থেকে অ্যাড- অন্স সিলেক্ট করুন। অ্যাড -অন্স এর সার্চ বক্স এ লিখুন stylish. সর্বপ্রথম যে অ্যাড অন্স টি আসবে সেটি ইন্সটল করুন। ইন্সটল এর পর ফায়ার ফক্স রিস্টার্ট দিন। স্টেপ ২ঃ এইবার নীচের চিহ্নিত জায়গায় ক্লিক করুন। ক্লিক করার পর নীচের মত একটা পেজ আসবে। পেজ এর লিঙ্ক এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে নতুন একটা পেজ এ নিয়ে যাবে। সেই পেজ এর নিচে দেয়া চিহ্নিত অংশে ক্লিক করুন। তারপর যা করার টা আপনি নিজেয় বুঝতে পারবেন। আপনার পছন্দ মত থিম ইন্সটল করুন আর মজা করুন। আজ এ পর্যন্তই। যত শীঘ্র সম্ভব গুগল ক্রমের জন্য পদ্ধতি টা দিব। নিচে ২ টা ছবি দিলাম।। পরিবর্তিত থিম এর নমুনা। একটা লগ ইন স্ক্রীন। আরেকটা হোম...