পোস্টগুলি

এপ্রিল, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফেসবুকের থিম পরিবর্তন করুন একদম সহজ পদ্ধতিতে। মজিলা ফায়ারফক্স এ।

ছবি
ফেসবুকের থিম পরিবর্তন করুন একদম সহজ পদ্ধতিতে। মজিলা ফায়ারফক্স এ। আমরা সবাই কমবেশি ফেসবুক ব্যাবহার করি। ফেসবুক এর সাধারন লুক হল নীল-সাদা। যারা এইটা ব্যাবহার করতে করতে বোর হয়ে গেছেন তাদের জন্য নিয়ে এলাম খুব সহজ পদ্ধতি তে থিম চেঞ্জ করার নিয়ম এজন্ন অবশ্যই আপনার ফায়ারফক্স থাকতে হবে। তো কিভাবে করবেন? নিচে দেয়া হল। স্টেপ ১ : ফায়ারফক্স এ প্রবেশ করে অপশন থেকে অ্যাড- অন্স সিলেক্ট করুন। অ্যাড -অন্স এর সার্চ বক্স এ লিখুন  stylish. সর্বপ্রথম যে অ্যাড অন্স টি আসবে সেটি ইন্সটল করুন।  ইন্সটল এর পর ফায়ার ফক্স রিস্টার্ট দিন। স্টেপ ২ঃ  এইবার নীচের চিহ্নিত জায়গায় ক্লিক করুন। ক্লিক করার পর নীচের মত একটা পেজ আসবে। পেজ এর লিঙ্ক এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে নতুন একটা পেজ এ নিয়ে যাবে।  সেই পেজ এর নিচে দেয়া চিহ্নিত অংশে ক্লিক করুন। তারপর যা করার টা আপনি নিজেয় বুঝতে পারবেন। আপনার পছন্দ মত থিম ইন্সটল করুন  আর মজা করুন। আজ এ পর্যন্তই। যত শীঘ্র সম্ভব গুগল ক্রমের জন্য পদ্ধতি টা দিব। নিচে ২ টা ছবি দিলাম।।  পরিবর্তিত থিম এর নমুনা। একটা লগ ইন স্ক্রীন। আরেকটা হোম...

ফেসবুকে যে ১০টি কাজ একেবারেই করা উচিৎ নয় !!!

ছবি
ফেসবুকে যে ১০টি কাজ একেবারেই করা উচিৎ নয় !!! ১. এলোপাথাড়ি ফটো ট্যাগ করা আপনি আপনার ফ্রেন্ডলিস্ট এ যাদেরকে একেবারেই চিনেন না তাদেরকে আপনার ফটোতে ট্যাগিং করা বন্ধ করুন।যখন আপনার বন্ধুকে আপনি একটি ফটো ট্যাগ করেন তখন এমন একটি ফটো হওয়া আবশ্যক যেখানে ওই বন্ধুর ছবি আছে।অনেকে দেখা যায় মানুষকে দেখানো বা হাসানোর জন্য মজার বা এমনি কোন ফটো লিস্টের সব ফ্রেন্ড কে উদ্ধার করে ফটো তে ট্যাগ দেন।এটা অস্বাভাবিক! আপনি এই কাজ করতে গিয়ে কিছু মানুষ কে বিরক্ত করছেন নিজের অজান্তেই।এটা করলে নোটিফিকেশান বারে বার বার লাল বাতি জ্বলে যা বিরক্তের মুল কারন।অনেকে এটা না হতে ওই ফটো থেকে নিজেকে আনট্যাগ দেন।যদি এমনটা করেন তাহলে ফেসবুকে এটা দেখতে কারাপ দেখায়।তাই এটা না করায় ভাল। ২. Twitter থেকে ক্রস পোস্টিং আমরা সবসময় এক কাজে অনেকগুলো কাজ শেষ করতে পছন্দ করি আর সোশ্যাল মিডিয়াতে টা আরও বেশি পরিমাণে।আমরা যেকোনো কাজকে একটু ছোট করতে পছন্দ করি।আমরা মূলত টুইটার, ফেসবুক, Google +, ইত্যাদি ব্যাবহার করি আর স্টাফে একই পোস্ট করি আর এইখানে ফেইসবুকে স্বয়ংক্রিয়ভাবে আপনার টুইটারে করা টুইট পাঠানো যায় ফেইস...

কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়/কিভাবে কম্পিউটারের এ্যাডমিনিষ্ট্রেটর হওয়া যায়

ছবি
 কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়/কিভাবে কম্পিউটারের এ্যাডমিনিষ্ট্রেটর হওয়া যায় বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকে ফলে এ্যাডমিনিষ্ট্রেটিভ একাউন্ট ব্যবহার করতে হয় নিরাপত্তার জন্য। এ্যাডমিনিষ্ট্রেটিভ একাউন্ট ব্যতিত কোন সফটওয়্যার যেমন ইনষ্টল করা যায় না তেমনই অনেককিছুই পরিবর্তন করা যায় না। যদি কোন কারণে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। হয়তোবা নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল কারারও প্রয়োজন হতে পারে। এমতবস্থায় আপনি যদি limited user ব্যবহার করে থাকেন তাহলে সহজেই limited user এর মাধ্যমে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে বা নতুন ইউজার খুলতে অথবা বর্তমান লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। এজন্য কমান্ড প্রোম্পট খুলে (রানে গিয়ে Crtl+R চেপে cmd লিখে এন্টার করলে) নিচের পদ্ধতি অবলম্বন করুন। cd\ লিখে enter করুন, c: লিখে enter দিন, cd windows\system32 লিখে enter দিন, copy logon.scr logon.old লিখে enter দিন, copy cmd.exe logon.scr লিখে enter দিন, এছাড়াও সরাসরি উইন্ডোজের system32 ফোল্ডারে ঢুকে...

ফেক প্রোফাইল সনাক্ত করার কিছু সহজ উপায়

ছবি
  ফেক প্রোফাইল সনাক্ত করার কিছু সহজ উপায়  সামাজিক মাধ্যম ফেসবুক এখন শুধুই বিনোদনের জন্য না, ফেসবুক আজ অন্যতম যোগাযোগ মাধ্যম, গণজোয়ার আর জনস্রোতের মাধ্যম।তবে বর্তমান প্রজন্মের অনেকেই দিন দিন অতি আসক্তি হয়ে পড়ছে ফেসবুকের প্রতি। আর এই আসক্তির অসৎ সুযোগ নিচ্ছে এক শ্রেণীর মানুষ। অনেকেই ফেসবুকে নকল প্রোফাইল খুলে নিজেদের নাম পরিচয় বদলে প্রেমের প্রতারণা, অর্থ প্রতারণা, ব্ল্যাকমেইল সহ নানান অপরাধ করছে। স্কুল কলেজ পড়ুয়া কম বয়সী ছেলে মেয়েরা অনেকেই এই ফাঁদে পা দিয়ে ফেলছেন। ফলে নিজের জীবনে অনেকেই ডেকে আনছেন বিপর্যয়। মনে প্রশ্ন জাগতে পারে কীভাবে সনাক্ত করা যাবে ফেসবুকের প্রোফাইল আসল নাকি ভুয়া সেই সম্পর্কে। ফেসবুকের ভুয়া প্রোফাইল সনাক্ত করার আছে কিছু সহজ উপায়। আসুন জেনে নেয়া যাক ফেসবুকে ভুয়া প্রোফাইল সনাক্ত করার সহজ কিছু উপায় সম্পর্কে। প্রোফাইল পিকচার ফেসবুকের ভুয়া প্রোফাইল সনাক্ত করার একটি কার্যকরী উপায় হলো প্রোফাইল পিকচার গুলো ভালো ভাবে দেখা। অধিকাংশ ফেক প্রোফাইলের ছবিতেই খুব সুন্দরী নারী অথবা হ্যান্ডসাম পুরুষের ছবি দেয়া থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেই ছবির ম...

উইন্ডোজ এক্সপির বিক্ল্প হিসাবে ব্যবহার করুন লিনাক্স মিন্ট

ছবি
উইন্ডোজ এক্সপির বিক্ল্প হিসাবে ব্যবহার করুন লিনাক্স মিন্ট গত ৮ এপ্রিল থেকে উইন্ডোজ এক্সপির সব ধরনের হালনাগাদ বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট করপোরেশন। ফলে এই অপারেটিং সিস্টেমটি এখন ব্যবহারকারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অথচ সারা বিশ্বে ব্যবহারকারীদের এখনো ২০ থেকে ২৫ ভাগ এই অপারেটিং সিস্টেম ব্যবহার করেন। আর তারা তো এটি ব্যবহার করেই অভ্যস্ত। হঠাৎ করে ভিন্ন ইন্টারফেসের কোনো অপরিচিত অপারেটিং সিস্টেমে সুইচ করা তাদের জন্য অস্বস্তিকর হবে। এই ধরনের ব্যবহারকারীদের জন্য সবচেয়ে ভালো বিকল্প হতে পারে লিনাক্স মিন্ট। এটি লিনাক্স ডিস্ট্রো উবুন্টুরই একটি মোডিফাইড সংস্করণ। উন্ডোজের মতো অনেক সফটওয়্যারই লিনাক্সে ফ্রি পাওয়া যায়। আর মিন্টে এগুলোর ইন্টারফেসও উইন্ডোজ এক্সপির মতোই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লিনাক্স মিন্ট ডেক্সটপ একেবারে উইন্ডোজ এক্সপির মতো। নিত্য প্রয়োজনীয় এমন কিছু সফটওয়্যারের কথাই এখানে বলা হলো যাতে আপনি লিনাক্সে উন্ডোজের মজা পাবেন। ইমেইল ইমেইলের জন্য এক্সপিতে সবাই আউটলুক (Outlook) ব্যবহার করেন। কিন্তু লিনাক্সের ইভোলুশনে (Evolution) আপনি এর চেয়ে অনেক বেশি সু...

কম্পিউটার সাইন্সের ভবিষ্যৎ চাহিদা কেমন? (IT তে পড়াশোনা করতে জানুন)

ছবি
কম্পিউটার সাইন্সের ভবিষ্যৎ চাহিদা কেমন? (IT তে পড়াশোনা করতে জানুন) আসলে এই প্রশ্নের উত্তর আপনাকেই নিতে হবে। আপনি যদি মন থেকে এই বিষয়ে এক্সপার্ট হতে চান, ঘণ্টার পর ঘণ্টা সময় দিতে আগ্রহী থাকেন, তাহলে আপনি কম্পিউটার সাইন্স বা IT পড়তে পারেন। আমি মনে করি। আমি আসলে আলোচনা করবো কম্পিউটার সাইন্স বা IT এর বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা আসুন জানি, কম্পিউটার হল ভবিষ্যতে আমরা যা ই করতে যাব তার একটা অংশ। একুশ শতকে প্রত্যেকটা কাজে এটা ছাড়া চলা আসলেই অসম্ভব। কম্পিউটিং আপনার নিত্য নতুন চ্যালেঞ্জ গ্রহনে সহযোগিতা করবে। তাছাড়া স্কিল উন্নয়নে আপনার জীবনে কম্পিউটিং এর বিকল্প নেই। ইঞ্জিনিয়ারিং, বিজনেস, বিনোদন এবং শিক্ষার প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিউটার সাইন্স বা IT  এর ব্যাপক ব্যবহার ছাড়া চলা অসম্ভব। কম্পিউটিং আপনাকে অসাধারণ ক্যারিয়ার উপহার দিতে পারে। এখানে আপনি পাবেন সর্বোচ্চ বেতনের এবং সর্বোচ্চ সন্তুষ্টির ক্যারিয়ার। ভবিষ্যতে ব্যাপক উন্নয়নের কারিগর হতে পারেন এই পেশার মাধ্যমে। শুধুমাত্র USA এর এক জরিপ দেখায়, IT ক্ষেত্রে অভিজ্ঞ কর্মকর্তার ব্যাপক অভাব। জরিপে আরও বলছে ভবিষ্যতে সব...