পোস্টগুলি

মে, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Bandwidth(ব্যান্ডউইথ) কি? বাংলাদেশে ব্যান্ডউইথের অপব্যবহার !

ছবি
Bandwidth(ব্যান্ডউইথ) কি? Bandwidth(ব্যান্ডউইথ) বলতেএকটি নেটওয়ার্ক বা মডেম কানেকশনের মধ্যদিয়ে কি পরিমাণ ডাটা প্রেরিত হচ্ছে তা বোঝায়। এটি সাধারণত “বিটস পারসেকেন্ড” বা bps দ্বারা পরিমাপ করা হয়। ব্যান্ডউইথকে একটি হাইওয়েরমধ্য দিয়ে কার …চলাচল দ্বারা তুলনা করলে ব্যাপারটি সহজে বোঝা যায়।এখানে হাইওয়ে হচ্ছে নেটওয়ার্ক আর কার হচ্ছে প্রেরণকৃত ডাটা।হাইওয়ে যতবেশি প্রশস্থ তত বেশি কার একসাথে চলাচল করতে পারে। তার মানে তত বেশি কারএকসাথে নিজের গন্তব্যে পৌছাঁতে পারে। একই নিয়ম কম্পিউটার ডাটার ক্ষেত্রেপ্রযোজ্য। যত বেশি ব্যান্ডউইথ বেশি ডাটা বা তথ্য একসাথে একটি নির্দিষ্টসময়ের মধ্যে প্রেরণ করা যায়। বাংলাদেশে ব্যান্ডউইথের অপব্যবহার ! সম্প্রতি একটি জাতীয় দৈনিক আমাদের ইন্টারনেটের ব্যান্ডউইথ নিয়ে খুব গুরুত্বপূর্ণ এক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদন থেকে যা পাওয়া যায়- ১. আমাদের ২৬০ দশমিক ৬ গিগাবাইট ব্যান্ডউইথ আছে। আমরা ব্যবহার করি সর্বোচ্চ ৩০ গিগাবাইট। বাকি সব অপ্রয়োজনে পড়ে আছে। ২. বাকি ২৩০ গিগাবাইট কাজে লাগিয়ে আমরা ইন্টারনেটের গতি অনেক বাড়াত...

ফেসবুক এর কিছু তথ্য, টিপস যা জানা খুব জরুরি

ছবি
===================================================================== ফেসবুক এর কিছু তথ্য, টিপস যা জানা খুব জরুরি ===================================================================== ফেসবুক এ তথ্য পরিবর্তন এর কিছু সীমাঃ ১। পাসওয়ার্ড = যতবার খুশি ২। ইউজার নেম = ১ বার ৩। নাম = ৫ বার ৪। জন্মদিন = ৩ বার ৫। লিঙ্গ = যতবার খুশি ++++++++++++++++++++++++++++++ একাউন্ট হ্যাক হলে আপনার করণীয়ঃ একটু অসাবধানতার কারনে হ্যাকিং এর শিকার হয়ে আপনার ফেসবুক আইডি হাত ছাড়া হয়ে যেতে পারে। আমাদের অনেক সময় ফেসবুক আইডি হ্যাকিং হয়ে থাকলে প্রাথমিক ভাবে কি করা যেতে পারে তার সঠিক নির্দেশনার অভাবে ফেসবুক অ্যাকাউন্টটি শেষ পর্যন্ত হাত ছাড়া হয়ে যায়। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দেখে নিন কি করতে হবে নীচের ধাপটি সঠিক ভাবে অনুসরণ করে আপনার হারান ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন: ১. এড্রেস বার থেকে Facebook.com/ hacked এ প্রবেশ করুন। ২. My Account Is Compromised এ ক্লিক করে এগিয়ে যান। ৩. Identify Your Account থেকে আপনার একাউন্ট শনাক্ত করতে- Email or phone number কিংবা Facebook...

ফেসবুক আইডি বার বার ব্লক হচ্ছে? সমাধান নিন ও জেনে নিন ফেইসবুক একাউন্ট লক হবার কারন ।

ছবি
কিছুদিন পরপর ফেসবুক আইডি  ব্লক হয়ে যাচ্ছে। ফেসবুক আইডি  ব্লকের কারণে আপনি জরুরি অবস্থায় ফেইসবুকে আপনার ফ্রেন্ড না তাকে মেসেজ দিতে পারছেন না বা রিকোয়েস্ট পাঠাতে পারছেন না। কিন্তু ফেইসবুক ব্লক কেন হচ্ছে হচ্ছে জানেন কি ? প্রধান  কারন হচ্ছে. আপনি অধিক পরিমান ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন অর্থাৎ যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন তারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহন করেনি,  এই  রিকোয়েস্টের পরিমান যখন ৫০ এর অধিক হয়ে যায় তখননি ফেসবুক আপনাকে ভেরিফিকেশন করতে বলবে । ফটো ভেরিফিকেশন, মোবাইল নাম্বার ভেরিফিকেশন, নিরাপত্তা প্রশ্নের ভেরিফিকেশন ,কত ঝামেলা তাই না ? চিন্তার কারন নাই সমাধান আছে  চলুন শুরু করি  ! ১. প্রথমে এই সাইট এ যান ২. আপনি যদি আপানর ফেসবুক আইডি তে লগিন ত্থাকেন তাহলে নিচের মত একটা বক্স দেখতে পাবেন ৩. এটা হচ্ছে একটা ফেসবুক আপস ।তাই আপনার পারমিশন চাইবে। okey তে ক্লিক করুন। ৪.এবার নিচের ছবির মত bulk load এ ক্লিক করুন। ৫. এবার  Get Friend Request Data এ ক্লিক করুন । একটা popup উইন্ডো ওপেন হবে ব্রাউজার এ ওইখানে কিছু ক...