Bandwidth(ব্যান্ডউইথ) কি? বাংলাদেশে ব্যান্ডউইথের অপব্যবহার !
Bandwidth(ব্যান্ডউইথ) কি? Bandwidth(ব্যান্ডউইথ) বলতেএকটি নেটওয়ার্ক বা মডেম কানেকশনের মধ্যদিয়ে কি পরিমাণ ডাটা প্রেরিত হচ্ছে তা বোঝায়। এটি সাধারণত “বিটস পারসেকেন্ড” বা bps দ্বারা পরিমাপ করা হয়। ব্যান্ডউইথকে একটি হাইওয়েরমধ্য দিয়ে কার …চলাচল দ্বারা তুলনা করলে ব্যাপারটি সহজে বোঝা যায়।এখানে হাইওয়ে হচ্ছে নেটওয়ার্ক আর কার হচ্ছে প্রেরণকৃত ডাটা।হাইওয়ে যতবেশি প্রশস্থ তত বেশি কার একসাথে চলাচল করতে পারে। তার মানে তত বেশি কারএকসাথে নিজের গন্তব্যে পৌছাঁতে পারে। একই নিয়ম কম্পিউটার ডাটার ক্ষেত্রেপ্রযোজ্য। যত বেশি ব্যান্ডউইথ বেশি ডাটা বা তথ্য একসাথে একটি নির্দিষ্টসময়ের মধ্যে প্রেরণ করা যায়। বাংলাদেশে ব্যান্ডউইথের অপব্যবহার ! সম্প্রতি একটি জাতীয় দৈনিক আমাদের ইন্টারনেটের ব্যান্ডউইথ নিয়ে খুব গুরুত্বপূর্ণ এক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদন থেকে যা পাওয়া যায়- ১. আমাদের ২৬০ দশমিক ৬ গিগাবাইট ব্যান্ডউইথ আছে। আমরা ব্যবহার করি সর্বোচ্চ ৩০ গিগাবাইট। বাকি সব অপ্রয়োজনে পড়ে আছে। ২. বাকি ২৩০ গিগাবাইট কাজে লাগিয়ে আমরা ইন্টারনেটের গতি অনেক বাড়াত...