
মোবাইল দিয়ে ভিডিও করে সরাসরি সম্প্রচার করুন ফেসবুকে আমরা আনেক সময় বিভিন্ন ধরণের অনুষ্ঠান আয়োজন করে থাকি। কিন্তু ইচ্ছা থাকার সত্ত্বেও প্রিয়জনেরা সবাই হয়ত আসতে পারেন না। আবার অনেক সময় আমরা এমন সব মজার মজার ঘটনার সাথে জড়িয়ে যায়, তখন মনে হয় সবাইকে যদি দেখাতে পারতাম। যারা প্রতিনিয়ত এই ধরবের পরিস্তিতির সম্মুখীন হন, তাদের জন্য আমার আজকের এই টিউন। হ্যাঁ, এবার আপনিও হতে পারবেন একটি অনলাইন টিভি চ্যানেলের গর্ভিত মালিক। আর সেটা প্রকাশ করতে পারবেন ফেসবুক, ব্লগ কিংবা ওয়েবসাইটে। শুধুমাত্র সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে যে কোন অনুষ্ঠান, সেমিনার, মিটিং বা আড্ডাকে সম্পূর্ণ বিনামূল্যে সরাসরি অনলাইনে সম্প্রচার করতে পারবেন। আশা করি টিউনটি পড়ার পরে সবার কাছে বিষয়টি পরিস্কার হয়ে যাবে। যেভাবে চ্যানেল তৈরি করবেন: আমাদের প্রথম কাজ হচ্ছে অনলাইলে একটি টিভি চ্যানেল তৈরি করা। চ্যানেল তৈরি করার জন্য সর্বপ্রথম ustream.tv তে নিবন্ধন করতে হবে। এজন্য এখানে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে "signup" করুন। এবার ইমেল ঠিকানাটি নিশ্চিত করে একাউন্ট সক্রিয় করুন এবং login...