Mac Address- কি, কেন, কিভাবে পরিবর্তন করা যায়
Mac Address
কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনীস। অভিজ্ঞরা এবং যারা নেটওয়ার্কিং
এর সাথে জড়িত তারা এ সম্পর্কে ভালভাবেই জানেন। কিন্তু নতুন ইউজাররা যারা
এখনো নেটওয়ার্কিং নিয়ে কাজ করেনি বা করার সুযোগ পায়নি তারা এ বিষয়ে নাও
জানতে পারেন। তাই তাদের এ বিষয়ে জ্ঞান থাকা দরকার। আজকে Mac Address- কি, এটি কেন, ব্যবহৃত হয় এবং কিভাবে তা পরিবর্তন করা যায় তা নিয়ে লেখব।
Mac Address নিয়ে আলোচনা করার আগে মোবাইলের IMEI নাম্বার নিয়ে একটু আলোচনা করবো। কারণ Mac Address এর সাথে মোবাইলের IMEI নম্বরের একটা সম্পর্ক আছে।
IMEI নম্বরঃ
প্রত্যেকটা মোবাইলের একটি পরিচিতি নম্বর থাকে। একে বলে IMEI নম্বর।
যেকোন মোবাইলে *#০৬# চাপলে এ নম্বরটি দেখা যায়। ওটি ১৫ ডিজিটের একটি
নম্বর। ঐ নম্বরগুলোর দ্বারা মোবাইলটি কোন দেশে তৈরি, কোন কোম্পানি, এবং
মোবাইলটির সিরিয়াল কত তা প্রকাশ করা হয়। একটি সিরিয়ালের সাথে পৃথিবীর আর
অন্য কোন মোবাইলের সিরিয়ালের সাথে মিলবে না সেটা যে কোম্পানির মোবাইলই হোক।
অর্থাৎ প্রত্যেকটি মোবাইলের সিরিয়াল নাম্বারগুলো হয়ে থাকে ইউনিক। তারমানে
একই নাম্বারের আরেকটি মোবাইল পৃথিবীর আর কোন জায়গায় খুঁজে পাওয়া যাবে না। এ
নাম্বারগুলো পরিবর্তনও করা যায় না।
কোন মোবাইলে যখন সিম ঢুকানো হয় তখন সিমের সিরিয়াল নাম্বার আর মোবাইলের এই সিরিয়াল নাম্বার ব্যবহৃত সিমটির নেটওয়ার্কে Show করে।
তখন নেটওয়ার্কটি এর দায়িত্বে থাকা অপারেটর (কম্পিউটার সফটওয়ার) সিমের
নাম্বার আর মোবাইলের নাম্বারের সাথে সংযোগ করিয়ে দেয়। সংযোগ করিয়ে দেয়ার
পরই মোবাইলটি কথা বলার উপযুক্ত হয়। যদি কোন অপারেটর (বাংলা লিংক, রবি,
ওয়ারিদ, গ্রামীণ) এ নাম্বারটি ব্লক করে রাখে তাহলে মোবাইলটি দ্বারা আর কথা
বলা সম্বভ হবে না। যেমন আপনার একটা মোবাইল হারিয়ে গেল। ঐ মোবাইলের IMEI নাম্বারটি আপনি আগে কোথাও সংগ্রহ করে রেখেছিলেন। চুরি হওয়ার পর আপনি দেশের প্রত্যেকটা মোবাইল কোম্পানি’র (বাংলা লিংক, রবি, ওয়ারিদ, গ্রামীণ) কাছে গিয়ে আপনার মোবাইলের IMEI নম্বর
টা দিয়ে আসলেন যেন তারা এটি ব্লক করে রাখে। তারাও আপনার অনুরোধে নাম্বারটি
ব্লক করে রাখল। এখন চুরি হওয়া মোবাইলটিতে যে সিমই ঢুকানো হোক না কেন
মোবাইলটি দিয়ে কথা বলা যাবে না। কারণ সিমের নাম্বারের সাথে মোবাইলের
নাম্বারটি’র সংযোগ হচ্ছে না। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে এ ধরনের আইন নেই, মোবাইল কোম্পানিগুলোও লাভের আশায় তা করে না। তারা এটাকে Auto Connect দিয়ে
থাকে। অর্থাৎ মোবাইল নাম্বার যাই হোক তাদের সিমের সাথে দিলেই অটোমেটিক
কানেকশন হয়ে যাবে। তাই চুরি হয়ে যাওয়া মোবাইলগুলো ব্যবহার করা যায়। এ আইন
থাকলে হয়ত রাস্তায় পড়ে থাকলেও মোবাইল চুরি হত না। এখানে আপনার মোবাইলটি’র IMEI নাম্বারটা দিয়ে বিস্তারিত তথ্য জানতে পারেন।
Mac Address কিঃ
Mac Address হল কম্পিউটারের IMEI নম্বর। পার্থক্য একটাই মোবাইলের IMEI নম্বরটা পরিবর্তন করা যায় না আর কম্পিউটারের Mac Address পরিবর্তন করা যায়। প্রত্যেকটা পিসি’র মাদারবোর্ডে LAN Card নামক একটি ডিভাইস থাকে। আগের পুরনো পিসিগুলোতে এটি আলাদাভাবে লাগাতে হত কিন্তু বর্তমান পিসি’তে এগুলো মাদারবোর্ডের সাথে লাগানো থাকে। ফলে ইউজারদের সুবিধা হয়। এ LAN Card এর মাধ্যমে এক পিসি’র সাথে অন্য পিসি’র শেয়ারিং এর সংযোগ করানো হয়। ইন্টারনেট চালানো বা নেটওয়ার্কিং এর কাজ করার জন্য LAN Card দরকার হয়। কোন পিসি যখন নেটওয়ার্কে যুক্ত হয় তখন এর LAN Card এর নাম্বারটা নেটওয়ার্কে চলে যায়। এ নাম্বারটা পাওয়ার পর পিসিটা LAN Card এর উপযুক্ত হয়।
যেমন আপনি ব্রডব্যান্ড কানেকশন নিয়ে ইন্টারনেট চালাচ্ছেন। যার কাছ থেকে আপনি সংযোগ নিয়েছেন তাদের কাছে আপনার এ LAN Card এর নাম্বারটা চলে যায় যেমনটা যায় মোবাইলের IMEI নাম্বার। অনেক ক্যাবল অপারেটর আছে আপনার এই সংযোগের সাথে LAN Card এর নাম্বারটা যুক্ত করে দেয়। ফলে আপনি অন্য পিসি থেকে ঐ কানেকশন দিয়ে ইন্টারনেট চালাতে পারবেন না, IP নাম্বার পরিবর্তন করে দিলেও কাজ হবে না। একে বলে Mac Address Assign করা। এ ক্ষেত্রে আপনি ইন্টারনেট চালাতে চায়লে আপনার প্রয়োজন হবে পিসি’র LAN Card এর নাম্বারটা পরিবর্তন করা। তার জন্য আগে দেখতে হবে আপনার পিসি’র Mac Address টা কি যেটা আপনার ইন্টারনেট কোম্পানি Assign করে দিয়েছে। আমরা মডেম দিয়ে যে ইন্টারনেট ব্যবহার করি সেখানে Mac Address Assign করা হয়না। Mac Address Assign করা হয় শুধু ব্রডব্যান্ড কানেকশনের ক্ষেত্রে।
Mac Address কিভাবে দেখেঃ
Mac Address দেখার জন্য আপনার পিসিতে LAN ড্রাইভার ইন্সটল থাকতে হবে এবং My Computer>Manage>Device Manager এর Network Adaptor থাকা LAN ডিভাইস এনাবল থাকতে হবে।
১। ১মে Run (Windows key+R) এ গিয়ে cmd লিখে এন্টার চাপুন। তাহলে আপনার সামনে Dos Prompt চলে আসবে। ওখানে লেখুন getmac এবং এন্টার চাপুন। এ কমান্ডটি এক্সপি’র ক্ষেত্রে কাজ করে। কমান্ডটি দেয়ার পর নিচের মত চিত্র আসবে। সেখানে Physical Address টাই হল আপনার Mac Address। ওখানে ৬ জোড়ায় ১২ টি ডিজিট থাকে।
২। অথবা ipconfig /all কমান্ডটি দিন। নেটওয়ার্কের বিস্তারিত তথ্য সহ Mac Address পেয়ে যাবেন।
Mac Address পরিবর্তন করুনঃ
নেটওয়ার্ক কানেকশন থাকলে ডিসকানেক্ট করুন। My Computer>Manage>Device Manager এর Network Adaptor থাকা আপনার LAN কার্ডটির উপর রাইট ক্লিক করুন Prperties> এ যান।
Advanced> Network Address বা Locally Administered Address এ ক্লিক করুন। ডানপাশে Value এর নিচে আপনার প্রয়োজনীয় সংখ্যাগুলো বসান।
সংখ্যাগুলো বসানোর সময় মাঝখানে কোন Space বা Dash দেয়া যাবে না, যদিও আপনার Mac Address দেখানোর সময় Dash ব্যবহৃত হয়েছে। সংখ্যা হিসেবে A থেকে F এবং 1 থেকে 9 পর্যন্ত বসাতে পারবেন। বসানোর পর OK দিন। পিসি রিস্টার্ট প্রয়োজন হতে পারে। পিসি রিস্টার্ট দেয়ার পর এবার উপরের নিয়মে আপনার Mac Address দেখুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন