পোস্টগুলি

2015 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
লিনাক্সে PPPoE কানেকশান কনফিগারের সহজ তম পদ্ধতি প্রথমে এটা নিশ্চিত করুন যে আপনার পিসির ইথারনেট পোর্টে ব্রডব্যান্ড কানেকশান ক্যাবল টি ভালভাবে সংযুক্ত আছে । এখন, কী বোর্ড থেকে Ctrl+Alt+T  কী ত্রয় একত্রে চেপে  টার্মিনাল চালু করুন । Terminal চালু হবার পরে নিম্নোক্ত কমান্ড টি টাইপ করে Enter কী চাপুন : sudo pppoeconf পাসওয়ার্ড চাইলে আপনার লিনাক্স পিসির পাসওয়ার্ড টি টাইপ করে Enter কী চাপুন । SCANNING DEVICE ডায়লগ বক্স আসবে ।  তারপর OKAY TO MODIFY ডায়লগ বক্স আসবে Tab অথবা Down Arrow কী চেপে <Yes> সিলেক্ট করে Enter কী চাপুন । POPULAR OPTIONS ডায়লগ বক্স আসবে ।  একইভাবে <Yes> সিলেক্ট করে Enter কী চাপুন । ENTER USERNAME ডায়লগ বক্স আসবে । এটি ইউজারনেম প্রবেশ করানোর জন্য অনুরোধ করবে । এখন আপনার পিসির ইন্টারনেট কানেকশানের জন্য ISP কর্তৃক সরবরাহকৃত username টি টাইপ করে  একইভাবে <ok> সিলেক্ট করে Enter কী চাপুন ।  ENTER PASSWORD ডায়লগ বক্স আসবে । এটি পাসওয়ার্ড প্রবেশ করানোর জন্য অনুরোধ করবে ।এখন আপনার পিসির ইন্টারনেট ক...
ছবি
উইন্ডোস দেওয়ার পর ব্রডব্যন্ড সংযোগ এখন আমরা মোটামুটি সবাই নেট ব্যাবহার করি।আমরা যারা পিসিতে ব্রডব্য ন্ড নেট ব্যাবহার করি যখন পিসিতে উইন্ডোস দেই তখন আর নেট Connect হয় না। তখন Provider দের কে ফোন দিলে তারা কখন আসবে সেই আসায় বসে থাকতে হয়। তাই আজ আমি দেখাব এই সমস্যা আপনি নিজেই কিভাবে এর সমাধান করবেন। প্রথমেই আপনার পিসিটা চালু করুন। তার পর নিচের নিয়ম ফলো করুন নিচের টিক দেওয়া জায়গাতে Click করুন। তার পর আবার Open Network and Sharing Center এ Click করেন। এখন Set up a new connection or network এ Click করেন তরপর Connect to the Internet  এ Click করেন। Broadband (PPPoE) তে Click করুন। Connect এ Click করুন। তার পর আবার Connect এ Click করুন। এখন নিচের মত আসবে তির দেওয়া জায়গাতে Click করেন তারপর User name আপনার User ID দিন এবং Password এ Password দিন।   ]ব্যস নেট চালু হয়ে যাবে। বি দ্রঃ আাপনার User ID এবং Password জানা না থাকলে Provider কে ফোন দিন