লিনাক্সে PPPoE কানেকশান কনফিগারের সহজ তম পদ্ধতি

প্রথমে এটা নিশ্চিত করুন যে আপনার পিসির ইথারনেট পোর্টে ব্রডব্যান্ড কানেকশান ক্যাবল টি ভালভাবে সংযুক্ত আছে ।
এখন,
কী বোর্ড থেকে Ctrl+Alt+T  কী ত্রয় একত্রে চেপে  টার্মিনাল চালু করুন ।
Terminal চালু হবার পরে নিম্নোক্ত কমান্ড টি টাইপ করে Enter কী চাপুন :
sudo pppoeconf
পাসওয়ার্ড চাইলে আপনার লিনাক্স পিসির পাসওয়ার্ড টি টাইপ করে Enter কী চাপুন ।

SCANNING DEVICE ডায়লগ বক্স আসবে ।

 তারপর
OKAY TO MODIFY ডায়লগ বক্স আসবে
Tab অথবা Down Arrow কী চেপে <Yes> সিলেক্ট করে Enter কী চাপুন ।
POPULAR OPTIONS ডায়লগ বক্স আসবে ।
 একইভাবে <Yes> সিলেক্ট করে Enter কী চাপুন ।
ENTER USERNAME ডায়লগ বক্স আসবে ।
এটি ইউজারনেম প্রবেশ করানোর জন্য অনুরোধ করবে ।
এখন আপনার পিসির ইন্টারনেট কানেকশানের জন্য ISP কর্তৃক সরবরাহকৃত username টি টাইপ করে  একইভাবে <ok> সিলেক্ট করে Enter কী চাপুন ।
 ENTER PASSWORD ডায়লগ বক্স আসবে ।
এটি পাসওয়ার্ড প্রবেশ করানোর জন্য অনুরোধ করবে ।এখন আপনার পিসির ইন্টারনেট কানেকশানের জন্য ISP কর্তৃক সরবরাহকৃত password টি টাইপ করে  একইভাবে <ok> সিলেক্ট করে Enter কী চাপুন ।
 USE PEER DNS ডায়লগ বক্স আসবে ।
একইভাবে <Yes> সিলেক্ট করে Enter কী চাপুন ।
LIMITED MSS PROBLEM ডায়লগ বক্স আসবে
একইভাবে <Yes> সিলেক্ট করে Enter কী চাপুন ।
DONE ডায়লগ বক্স আসবে
একইভাবে <Yes> সিলেক্ট করে Enter কী চাপুন ।
ESTABLISH A CONNECTION ডায়লগ বক্স আসবে ।
একইভাবে <Yes> সিলেক্ট করে Enter কী চাপুন ।
CONNECTION INITIATED ডায়লগ বক্স আসবে ।
একইভাবে <ok> সিলেক্ট করে Enter কী চাপুন ।
সবকিছু ঠিক থাকলে,  CONNECTION INITIATED গায়েব হয়ে যাবে ।
এরপর টার্মিনালে নিচের চিত্রের মতো দেখাবে :

ব্যাস!!!!!
আপনি আপনার লিনাক্স পিসি তে  PPPoE কানেকশান কনফিগার করে ফেলেছেন ।
এরপর থকে আপনার পিসি রিস্টার্ট কিংবা শাট ডাউন করার পরে পিসি চালু হওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে সংযুক্ত হয়ে যাবে ।
তার পরেও আপনি চাইলে ম্যানুয়্যালি ইন্টারনেট কানেকশান অফ কিংবা অন করতে পারবেন । ইন্টারনেট কানেকশান অন করার জন্য Terminal চালু হবার পরে নিম্নোক্ত কমান্ড টি টাইপ করে Enter কী চাপুন :
sudo pon dsl-provider
ইন্টারনেট কানেকশান অফ করার জন্য Terminal চালু হবার পরে নিম্নোক্ত কমান্ড টি টাইপ করে Enter কী চাপুন :
sudo poff
___________________________________
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Bandwidth(ব্যান্ডউইথ) কি? বাংলাদেশে ব্যান্ডউইথের অপব্যবহার !