০১. কালিমা তাইয়্যেবা(Kalima Tauheed or Kalima Tayyiba):

উচ্চারণঃ লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অর্থঃ আল্লাহ এক আর কোন মাবুদ নেই। হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহর প্রেরিত রাসূল।
Pronunciation: La 'ilaa-ha 'il-lal-laa-hu mu-ham-ma-dur ra-soo-lul-laah.
Meaning: There is none worthy of worship besides Allah and Muhammad (Sallallaho-Alaihe-Wa-Sallam) is Allah's Messenger.
০২. কালিমা শাহাদত [Kalima Shahadat (Testification)]:

উচ্চারণঃ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহু,
অর্থঃ আমি সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ্ ব্যতীত অন্য কোন মাবুদ নেই। তিনি এক। তাঁহার কোন অংশীদার নেই
Pronunciation: 'Ash-hadu 'an laa'i-laa-ha 'il-lal-laa-hu
Meaning: I testify that there is none worthy of worship besides Allah

উচ্চারণঃ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
অর্থঃ এবং আমি আরও সাক্ষ্য প্রদান করছি যে, নিশ্চয়ই হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহ্র প্রেরিত বান্দা ও রাসূল।
Pronunciation: wa 'ash-ha-du 'anna mu-ham-ma-dan 'ab-du-hoo wa ra-soo-luh
Meaning: And I testify that Muhammad (Sallallaho-Alaihe-Wa-Sallam) is Allah's worshipper and messenger.
০৩. কালিমা তামজীদ [Kalima Tamjeed (Glorification of Allah)]:

উচ্চারণঃ সুব্হানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি
অর্থঃ মহিমা ও সকল প্রসংশা আল্লাহ্র জন্য
Pronunciation: Sub-haa-nal-laa-hi wal ham-dul-lil-laa hi
Meaning: Glory be to Allah, All praise be to Allah

উচ্চারণঃ ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু
অর্থঃ আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই।
Pronunciation: wa-laa 'i-laa-ha 'il-lal-laa-hu
Meaning: There is none worthy of worship besides Allah

উচ্চারণঃ ওয়াল্লাহু আক্বার
অর্থঃ আল্লাহ মহান।
Pronunciation: wal-laa-hu ak-bar
Meaning: And Allah is the greatest

উচ্চারণঃ ওয়ালা হাওলা ক্বুয়াতা
অর্থঃ সর্বশক্তিমান ও সর্বক্ষমতাবান
Pronunciation: wa-laa haw-la wa-laa quwwa-ta
Meaning: There is no Power and Might

উচ্চারণঃ ইল্লা বিল্লাহিল্ আলিইল্ আযীম্।
অর্থঃ আল্লাহ ব্যতীত আর কেউ নয়। তিনিই মহান।
Pronunciation: 'il-laa bil-laa-hil 'a-liy-yil 'a-zeem
Meaning: except from Allah. The most High - The Great.
০৪. কালিমা তাওহীদ [Kalima Tauheed (Believing in the Unity of Allah)]:

উচ্চারণঃ লা-ইলাহা ইল্লাল্লাহু
অর্থঃ আল্লাহ এক আর কোন মাবুদ নেই
Pronunciation: Laa-'i-laa-ha 'il-lal-laa-hu
Meaning: "There is none worthy of worship besides Allah,

উচ্চারণঃ ওয়াহ্ দাহু
অর্থঃ তিনি এক
Pronunciation: wah-da-hoo
Meaning: He is one
.

উচ্চারণঃ লা-সারিকা লা-হু
অর্থঃ তার কোন অংশীদার নেই।
Pronunciation: laa sha-reeka la-hoo
Meaning: He has no partner.

উচ্চারণঃ লাহুল মুলকু
অর্থঃ সমস্ত সৃষ্টি জগৎ
Pronunciation: la-hul mul-ku
Meaning: His is the Kingdom

উচ্চারণঃ ওয়া লাহুল হামদু
অর্থঃ এবং সকল প্রশংসা তাঁরই।
Pronunciation: wa-la-hul ham-du
Meaning: and for Him is all praise.

উচ্চারণঃ ইউহা ই ওয়া উ মিতু
অর্থঃ তিনি জীবন হান করেন আবার তিনিই মৃত্যুর কারণ
Pronunciation: yuh-yee wa-yu-mee-tu
Meaning: He gives life and causes death.

উচ্চারণঃ বি ইয়া সি হিল খাইরু
অর্থঃ তার হাতেই সব ভাল কিছু
Pronunciation: bi-ya-di-hil khai-ru
Meaning: In His hands is all good.

উচ্চারণঃ ওয়া-হু-ওয়া আ-লা কুল্লি শাইয়িন ক্বাদীর।
অর্থঃ এবং তিনিই সৃষ্টির সবকিছুর উপর ক্ষমতাবান।
Pronunciation: wa-hu-wa 'a-laa kul-li shay-'in qadeer
Meaning: And He has power over everything.
০৫. কালিমায়ে রদ্দে কুফর [Kalima Radd-e-Kufr (Disproving of Kufr)]:

উচ্চারণঃ আল্লাহুম্মাহ ইন্নী আউযুবিকা মিন্ আন্ উশ্রিকা বিকা শাইআওঁ ওয়া আনা আ’লামু বিহী, ওয়া আস্তাগ্ফিরুকা লিমা আ’লামু বিহী, ওয়ামা লা-আ’লামু বিহী, তুব্তু আন্হু ওয়া তাবাররা’তু মিনাল কুফরি ওয়াশ্ শিরকি ওয়াল মায়াছী কুল্লিহা, ওয়া আসলামতু ওয়া আমান্তু ওয়া আক্বুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহি।
অর্থঃ হে আল্লাহ্! আমি তমার নিকট আকাঙ্ক্ষা করছি যে আমি যেন কাউকে তমার সাথে শরিক না করি। আমি আমার জ্ঞাত ও অজ্ঞাত পাপ হতে ক্ষমা প্রার্থনা করছি এবং তা হতে তোবা করছি। কুফরী, শিরক ও অন্যান্য সব পাপ হতে দূরে থাকছি। এবং স্বীকার করছি যে, “আল্লাহ এক আর কোন মাবুদ নেই। হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহর প্রেরিত রাসূল।”
Pronunciation: 'Al-laa-hum-ma 'in-nee 'a-'oo-thu bi-ka min 'an 'ush-ri-ka bi-ka shay-'an wa'a-na 'a'-la-mu bi-hee wa 'as-tagh-fi-ru-ka li-maa 'a'lamu bi-hee; tub-tu 'an-hu wa ta-bar-ra'tu mi-nal kuf-ri wash-shir-ki wal ma-'aa-see kul-li-haa wa-'as-lam-tu wa 'aa-man-tu wa-'a-qoo-lu laa'i-laa-ha 'il-lal-laa-hu mu-ham-ma-dur ra-soo-lul-laah.
Meaning: O Allah! I seek protection in You from that I should not join any partner with You knowingly. I seek Your forgiveness from that which I do not know. I repent from it (ignorance) I free myself from disbelief and joining partners with You and from all sins. I submit to Your will I believe and declare: There is none worthy of worship besides Allah and Muhammad (Sallallaho - Alaihe - Wa - Sallam ) is Allah's Messenger.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন