আপনার ইন্টার নেট এর স্পিড এবার ২০% বাড়িয়ে নিন
প্রথমে আপনি আপনার সিস্টেম রান কমান্ড এ যান এবং টাইপ করুন
“gpedit.msc” এবং ইন্টার প্রেস করুনএবার এই লাইন গুল দেখুন এবং একটার পর একটা সিলেক্ট করতে থাকুন
–> Local Computer Policy
–> Computer Configuration
–> Administrative Templates
–> Network
–> QOS Packet Scheduler
–> Limit Reservable Bandwidth. এ ডাবল ক্লিক করুন
এবং সিলেক্ট Enabled
এবার নিচের ঘরে যেখানে ২০% লিখা আছে সেখানে ০ দিয়ে এপ্লাই + ওকে করে ব্রাউজার
রিস্টার্ট করে নিন বা পিসিকে ও একবার রিস্টার্ট করে নিয়ে দেখুন আপনার সিস্টেম গতি কেমন
আশা করি কিছুটা হলে ও বেড়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন