Mikrotik Router টিউটোরিয়াল Mikrotik কি? Mikrotik হল একটি ব্র্যান্ড নাম। এটি একটি লিনাক্স ভিত্তিক Router operating system. এই Router operating system দিয়ে আপনি আপনার নিজের পিসি টিকে Mikrotik Router বানিয়ে নিতে পারেন। আবার বাজারে বিভিন্ন মডেল এর Mikrotik Router Board কিনতে পাওয়া যায়। যেমনঃ RouterBOARD 450, RouterBOARD 450G, RouterBOARD 750GL, RouterBOARD RB 1100AH. Mikrotik Router কি? Mikrotik Router হল একটি Intelligent Router. Mikrotik router দিয়ে সাধারন Router এর সব কাজ করা যায়। কিন্তু এর পাশাপাশি Mikrotik এর বেশ কিছু ফিচার এর কারনে এটা দিয়ে নেটওয়ার্ক Administration এর কাজও করা যায়। Mikrotik Router এর ফিচার সমূহঃ ১। DHCP Server হিসেবে কনফিগার করা যায়। যেভাবে সাধারণ ব্রডব্যান্ড Router কাজ করে। ২। নেটওয়ার্ক এর সব গুলি IP এর Bandwidth Control করা যায়। এমনকি কোন IP ছাড়াই বিভিন্ন সার্ভিস এর Bandwidth control করা যায়। যেমনঃ Mail Bandwidth, Ping bandwidth, Voice Bandwidth ইত্যাদি। ৩। Web proxy হিসেবে কনফিগার করা যায়। Web proxy দিয়ে বিভিন্ন ওয়েব সাইট ব্লক করা যায়। ৪...
এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
Bandwidth(ব্যান্ডউইথ) কি? বাংলাদেশে ব্যান্ডউইথের অপব্যবহার !
Bandwidth(ব্যান্ডউইথ) কি? Bandwidth(ব্যান্ডউইথ) বলতেএকটি নেটওয়ার্ক বা মডেম কানেকশনের মধ্যদিয়ে কি পরিমাণ ডাটা প্রেরিত হচ্ছে তা বোঝায়। এটি সাধারণত “বিটস পারসেকেন্ড” বা bps দ্বারা পরিমাপ করা হয়। ব্যান্ডউইথকে একটি হাইওয়েরমধ্য দিয়ে কার …চলাচল দ্বারা তুলনা করলে ব্যাপারটি সহজে বোঝা যায়।এখানে হাইওয়ে হচ্ছে নেটওয়ার্ক আর কার হচ্ছে প্রেরণকৃত ডাটা।হাইওয়ে যতবেশি প্রশস্থ তত বেশি কার একসাথে চলাচল করতে পারে। তার মানে তত বেশি কারএকসাথে নিজের গন্তব্যে পৌছাঁতে পারে। একই নিয়ম কম্পিউটার ডাটার ক্ষেত্রেপ্রযোজ্য। যত বেশি ব্যান্ডউইথ বেশি ডাটা বা তথ্য একসাথে একটি নির্দিষ্টসময়ের মধ্যে প্রেরণ করা যায়। বাংলাদেশে ব্যান্ডউইথের অপব্যবহার ! সম্প্রতি একটি জাতীয় দৈনিক আমাদের ইন্টারনেটের ব্যান্ডউইথ নিয়ে খুব গুরুত্বপূর্ণ এক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদন থেকে যা পাওয়া যায়- ১. আমাদের ২৬০ দশমিক ৬ গিগাবাইট ব্যান্ডউইথ আছে। আমরা ব্যবহার করি সর্বোচ্চ ৩০ গিগাবাইট। বাকি সব অপ্রয়োজনে পড়ে আছে। ২. বাকি ২৩০ গিগাবাইট কাজে লাগিয়ে আমরা ইন্টারনেটের গতি অনেক বাড়াত...
ইন্টারনেট প্রোটোকল সুইট আইপি সুইট স্ট্যাক; দুইটি হোস্ট মেশিনের মধ্যে রাউটারের মাধ্যমে ভৌত সংযোগ ও প্রতি হপে আইপি সুইটের বিভিন্ন স্তর দেখানো হয়েছে। ইন্টারনেট প্রোটোকল সুইট ( ইংরেজি : Internet protocol suite ) সেইসব যোগাযোগ প্রোটোকল (communications protocol)-এর সেট যাদের নিয়ে গঠিত প্রোটোকল স্তুপ বা স্ট্যাক (protocol stack)-এর উপর ভিত্তি করে ইন্টারনেট এবং বেশির ভাগ বাণিজ্যিক কম্পিউটার নেটওয়ার্ক কাজ করে। এটির দুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোটোকল হল ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল (টিসিপি) এবং ইন্টারনেট প্রোটোকল (আইপি), তাই এটিকে টিসিপি/আইপি প্রোটোকল নামেও ডাকা হয়। ইন্টারনেট প্রোটোকল সুইটকে কতগুলি স্তরের একটি সেট হিসেবে কল্পনা করা যাতে পারে। প্রতিটি স্তর উপাত্ত সঞ্চার বা ট্রান্সমিশন সংক্রান্ত এক সেট সমস্যার সমাধান করে, এবং উচ্চ-স্তরের প্রোটোকলগুলিকে সুসংজ্ঞায়িত সেবা প্রদান করে। উপরের স্তরগুলি ব্যবহারকারীর সাথে যৌক্তিকভাবে কাছে অবস্থিত এবং বিমূর্ত উপাত্ত নিয়ে কাজ করে, অন্যদিকে নিম্নস্তরের প্রোটোকলগুলি এই উপাত্ত কীভাবে ভৌত উপায়ে সঞ্চরণযোগ্য রূপে রূপান্তরিত বা অনুবাদ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন