ডিলিট নিশ্চিতকরন বার্তা নিষ্ক্রিয় করবেন কিভাবে?

কোনো ফাইল কিক করে ডিলিট কী- তে চাপলে উইন্ডোজ পপ-আপ করে একটি নিশ্চিত করন ডায়ালগ বক্স। এই প্র্যাকটিসকে যৌক্তিকভাবেই ভালো বলা যেতে পারে । কেননা এতে দুর্ঘটনা ক্রমে কোনো ফাইল ডিলিট হবার সম্ভাবনা কমে যায়।

তবে ইচ্ছে করলে এই সতর্কীকরন বার্তাকে ডিজ্যাবল করতে পারেন নিচে বর্ণিত ধাপগুলো অনুসরন করুন-

Recycle Bin এ রাইট বাটন কিক করে সিলেক্ট করুন propertise অপশন|  এর ফলে Recycle Bin    propertise  ডায়ালগ বক্স পর্দায় আবির্ভূত হবে। 

এবার Display delete confirmation dialog   চেকবক্সকে আনচেক করুন নিশ্চিতকরন বার্তাকে নিষ্ক্রিয় করার জন্য।

ok তে কিক করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Bandwidth(ব্যান্ডউইথ) কি? বাংলাদেশে ব্যান্ডউইথের অপব্যবহার !