ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়াবেন কিভাবে?
উইন্ডোজ ভিস্তায় ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়ানো যায় প্রসেসরের ব্যবহাককে সীমিত করে। এজন্য Start এ ক্লিক করে কমান্ড প্রম্পটে Power Options টাইপ করে এন্টার চাপতে হবে। এবার যথাযথ পাওয়ার প্লান সিলেক্ট করে Change Plan Setting এ কিক করতে হবে।এরপর Change Advanced Power Setting এ ক্লিক করে Processor Power Management অপশন এবং Maximum Power State অপশনে ডাবল ক্লিক করতে হবে। এক্ষেত্রে কম পারসেন্টেজ সিলেক্ট করাতে ব্যাটারির আয়ু বাড়বে, তবে পারফরমেন্স কিছুটা কমে যাবে।
পরিষ্কার রাখুন পিসির ভেতর-বাহির
কম্পিউটারের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে গরম, প্রতিনিয়ত কম্পিউটারের ভেতর
অনেক ময়লা জমে এবং ঠা-া করার প্রক্রিয়াকে দুর্বল করে দেয়, ফলে কম্পিউটারের
হার্ডওয়্যারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যদি আপনি আপনার কম্পিউটারকে সব
সময় ভালো রাখতে চান তাহলে প্রতি ৬ থেকে ১২ মাস পর পর কম্পিউটারকে পরিষ্কার
করতে হবে, আর পরিষ্কার করার পদ্ধতিগুলো হচ্ছে_১ম ধাপ : প্রথমত আপনি আপনার কম্পিউটারকে বন্ধ করুন এবং ইলেক্ট্রিক সকেটের থেকে তার খুলে ফেলুন।
২য় ধাপ : আপনি কম্পিউটারের কেসিং খুলে ফেলুন।
৩য় ধাপ : কম্পিউটার পরিষ্কার করার জন্য প্রচ- বাতাস বের হয় এমন একটি বেস্নায়িং মেশিন ব্যবহার করতে হবে। এই মেশিন আপনার কম্পিউটারের সমস্ত ধূলোবালি বাতাসের মাধ্যমে পরিষ্কার করতে সক্ষম হবে। তবে মনে রাখতে হবে মেশিনটি যেন কম্পিউটারের মাদারবোর্ড, প্রসেসর, র্যাম থেকে কিছু দূরে থেকে ব্যবহার করা হয়।
৪র্থ ধাপ : আপনার কম্পিউটারের কুলিং ফ্যানের ধূলো পরিষ্কার করার জন্য ফ্যানটিকে আঙ্গুল দিয়ে চেপে ধরে বেস্নায়িং মেশিন দিয়ে বাতাস দিন যাতে ফ্যানটি ঘুরতে থাকে। এভাবে আস্তে আস্তে ওই ফ্যান থেকে সব ময়লা বের হয়ে আসবে। ফ্যানের বেস্নডগুলো অনেক নরম হয়ে থাকে এবং খুব সহজে ভেঙে যেতে পারে, সুতরাং অনেক জোরে বাতাস দিয়ে ঘোরানো যাবে না। সেজন্য আপনি একটি কাপড়ে একটু এলকোহল অথবা ক্লিনার নিয়ে ফ্যানটির বেস্নডগুলো পরিষ্কার করতে পারেন। তবে ফ্যানটির বেস্নডে যদি অনেক ময়লা জমে থাকে এবং আঙ্গুল দিয়ে পরিষ্কার করা সম্ভব না হয় তাহলে আপনি ওই ফ্যানটিকে কোনো চিন্তা করা ছাড়াই খুলে পরিষ্কার করতে পারেন।
৫ম ধাপ : এরপর আপনি আপনার পাওয়ার সাপ্লাইয়ের ধূলোগুলো বেস্নায়িং মেশিন দিয়ে পরিষ্কার করুন। তবে যদি আপনার পাওয়ার সাপ্লাইয়ের নিচে যদি ডাস্ট ফিল্টার থাকে তাহলে সেটিকেও পরিষ্কার করতে হবে।
৬ষ্ঠ (এ) ধাপ : আপনার প্রসেসরের যে তাপ বেষ্টনী এবং ফ্যান আছে সেগুলোকেও ভালভাবে পরিষ্কার করতে হবে। আবারও আপনি বেস্নায়িং মেশিন ব্যবহার করে প্রসেসরের তাপ বেষ্টনী এবং ফ্যানটি পরিষ্কার করতে পারেন। যদি তাপ বেষ্টনী এবং ফ্যানে ঠিকমতো পরিষ্কার না হয় তাহলে আপনি সেটি খুলে পরিষ্কার করতে পারেন। শুধু মনে রাখতে হবে যে প্রসেসরের এবং তাপ বেষ্টনীর থেকে থারমাল গ্রিস ভালোভাবে মুছে ফেলতে হবে এবং আবার তাপ বেষ্টনী এবং প্রসেসর লাগানোর সময় নতুন থারমাল গ্রিস ব্যবহার করতে হবে।
৬ষ্ঠ (বি) ধাপ : প্রসেসর এবং তাপ বেষ্টনী থেকে থারমাল গ্রিস মোছার জন্য আপনি একটি নরম কাপড়ে ৯৯ শতাংশ আইসোপাইল এলকোহল লাগিয়ে পরিষ্কার করতে পারেন। অল্প এলকোহলেও কাজ হবে তবে প্রসেসর এবং তাপ বেষ্টনীর উপর খসখসে ভাবটি থেকে যাবে। আর্কটিক্লিন নামে বাজারে অনেক পরিচিত থারমাল রিমুভার পাওয়া যায় যেটি আইসোপাইল এবং কফি ফিল্টারের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে।
৭ম ধাপ : এরপর সব পোর্ট বেস্নায়িং মেশিন দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং ভালোভাবে মুছে ফেলতে হবে।
এভাবেই করতে হবে। আপনি যদি আপনার কম্পিউটার মেঝেতে অথবা কার্পেটের ওপর রাখেন তাহলে অবশ্যই আপনার কম্পিউটার ৬ মাস অন্তর অন্তর পরিষ্কার করবেন। আর আপনি যদি ডেস্ক এর ওপর আপনার কম্পিউটার রাখেন তাহলে বছরে একবার করে পরিষ্কার করলেই চলবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন