SETUP
SSID হিসেবে নাম, ঠিকানা, জন্মতারিখ কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য ব্যবহার করা যাবে না। এটি করলে আপনাকে চেনেন এমন যে কেউ সহজেই নেটওয়ার্কের নাম ধারণা করতে পারবে।
_ একইভাবে আপনার উইন্ডোজ কিংবা কোনো ইন্টারনেট সাইটের পাসওয়ার্ড SSID হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন।
_ নেটওয়ার্কের জন্য চমকপ্রদ কোনো নাম দিয়ে অনুপ্রবেশকারীদের প্রলুব্ধ করবেন না। যেমন কোনো ওয়্যারলেস নেটওয়ার্কের নাম Prime Minister, Treasure-island কিংবা hackers-world দিলে বাইরের কেউ সেই নেটওয়ার্কের প্রতি বিশেষ মাত্রায় আগ্রহী হয়ে উঠতে পারে।
_ SSID হিসেবে এমন একটি শব্দ নিন যার মধ্যে অক্ষর ও সংখ্যা দুটিই আছে।
_ নাম যত দীর্ঘ হবে ততই সেটি বেশি নিরাপত্তা দেবে। তাই আপনার ডিভাইস সর্বোচ্চ যে নাম সমর্থন করে সেটি দিতে চেষ্টা করুন।
_ নিরাপত্তার জন্য প্রতি মাসে নেটওয়ার্কের SSID পরিবর্তন করুন।
_ সবশেষে রাউটার ডকুমেন্টেশন দেখে রাউটারের WEP এনক্রিপশন, ফায়ারওয়াল ও অন্যান্য সেটিংস নির্ধারণ করে দিন।

ওয়্যারলেস রাউটার কনফিগার পদ্ধতি
বাজারে বিভিন্ন কম্পানির বিভিন্ন মডেলের ওয়্যারলেস রাউটার ও একসেস পয়েন্ট পাওয়া যায়। এখানে আমরা উদাহরণস্বরূপ একটি TPLink CA9466 ওয়্যারলেস রাউটারটি কনফিগার করার পদ্ধতি জানব।
ওই ওয়্যারলেস রাউটারটির প্যাকেটে আপনি সেই রাউটার, একটি ইউটিপি কেব্ল্ ও পাওয়ার অ্যাডাপ্টর পাবেন। পাওয়ার অ্যাডাপ্টরটি রাউটারের সঙ্গে, এরপর পাওয়ার সোর্সে যুক্ত করুন। এতে রাউটারটি অন হবে। রাউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটার একে শনাক্ত করতে সক্ষম হবে। এবার রাউটারের সঙ্গে যুক্ত হোন। এরপর ব্রাউজার চালু করে http://192.168.1.1 টাইপ করলে আপনার কাছে ইউজার নেম ও পাসওয়ার্ড জানতে চাওয়া হবে। ডকুমেন্টেশনের সঙ্গে পাওয়া ইউজার নাম ও পাসওয়ার্ড (এটি admin, admin) টাইপ করুন। তাহলে আপনি TP Link অ্যাডমিনিস্ট্রেশন পেইজ দেখতে পাবেন।

TP-Link ওয়্যারলেস রাউটার অ্যাডমিনিস্ট্রেশন পেইজ
বাম পেইজে বিভিন্ন লিঙ্ক দেখতে পাবেন। সেখানে ক্লিক করে সেই রাউটার কনফিগার করতে পারবেন। এখানে নেটওয়ার্কের নাম, কোন ধরনের সিকিউরিটি ব্যবহৃত হবে, ডিএইচসিপি সার্ভার হিসেবে কোন অ্যাড্রেস রেঞ্জ থেকে ক্লায়েন্টদের আইপি অ্যাড্রেস দেবে ইত্যাদি নির্ধারণ করে দেওয়া হয়। দ্রুত সেটআপের জন্য Quick Setup লিঙ্কে ক্লিক করুন। তাহলে চিত্র ২১.৭-এর মতো স্ক্রিন দেখতে পাবেন।

কুইক সেটআপ উইজার্ডের প্রথম ধাপ
কুইক উইজার্ড সেটআপের প্রথম ধাপে Next বাটনে ক্লিক করুন। তাহলে WAN Connection Tzpe জানতে চাওয়া হবে।

WAN কানেকশন ব্যবহার নির্বাচন
WAN কানেকশনের ধরন সিলেক্ট করুন এবং Next বাটনে ক্লিক করুন। তাহলে ওয়্যারলেস সেটআপ সম্পর্কে জানতে চাওয়া হবে।

ওয়্যারলেসের ধরন নির্ধারণ
এখানে প্রথমে Wireless radio ফিল্ডে Enable নির্বাচন করুন। SSID ফিল্ডে একটি নাম টাইপ করুন কিংবা ডিফল্ট নাম গ্রহণ করুন। Mode ফিল্ডে সর্বোচ্চ সমর্থিত গতি/স্ট্যান্ডার্ড নির্বাচন করুন। এরপর Next বাটনে ক্লিক করুন। তাহলে জানানো হবে যে ওয়্যারলেস রাউটার সেটআপ সম্পন্ন হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Bandwidth(ব্যান্ডউইথ) কি? বাংলাদেশে ব্যান্ডউইথের অপব্যবহার !