ওয়্যারলেস নেটওয়ার্কিং:প্রাথমিক ধারণা ও প্রাসঙ্গিক পরিপ্রেক্ষিত নেটওয়াকিং কম্পিউটার নেটওয়ার্ক দুই বা ততোধিক কম্পিউটার কে কোন কিছুর মাধ্যমে সংযোগ স্থাপন করাকেই বলে কম্পিউটার নেটওয়ার্ক । সাধারনত Cable, Modem বা Satellite (VSAT, TSAT) ইত্যাদি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্ক তৈরী করা হয় । পরস্পরের সাথে ডাটা আদান-প্রধান করা, রিসোর্স যেমন- প্রিন্টার, স্টোরেজ ডিভাইস, স্ক্যানার, ফ্যাক্স মডেম, CD/DVD Rom ইত্যাদি শেয়ারিং, সরাসরি যোগাযোগসহ বিভিন্ন ধরনের সিকিউরিটি নিশ্চিত করা ইত্যাদি নানা কাজে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করা হয় । এক্ষেত্রে একটি মূল কম্পিউটার থাকে সেটিকে বলে সার্ভার বা ডোমেইন এবং অন্য কম্পিউটারগুলিকে বলে ওয়ার্ক-স্টেশন । নেটওয়ার্ক ডিভাইস নেটওয়ার্কের জন্য বিভিন্ন ফিজিক্যাল উপাদান লাগে । এগুলি হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস । নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড : কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত ডিভাইসের একটি হচ্ছে নেটওয়ার্ক কার্ড, এটি মাদারবোর্ডের PCI স্লটে বসানোর জন্য একটি এক্সপানশন কার্ড । PCI ল্যান কার্ড: এটি একটি ইন্টারন্যাল ডিভাইস, এর মাধ্যমে LAN(Local Area Network) তৈরী ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন