আপনার ফেসবুক আইডির সিকিউরিটি নিশ্চিত করবেন কিভাবে?

১) ই-মেইল অ্যাড্রেস হিডেন রাখুন
ফেসবুকে ই-মেইল অ্যাড্রেস হিডেন রাখতে Account > Privacy Setting> Information অপশনে ই-মেইলের পাশে Everyone এর লক চিহ্নে ক্লিক করে Custom সিলেক্ট করে Only Me সিলেক্ট করে নিন।
২) সার্চ ইঞ্জিন অপশন ডিজ্যাবল করা
ফেসবুকে দেখা যায় কারো না বা ই-মেইল অ্যাড্রেস দিয়ে সার্চ করলে তার সব তথ্য দেখা যায়। সেক্ষেত্রে Account > Privacy Setting> Search এ এসে Public Search Results এর টিকচিহ্ন তুলে দিন।
৩) ইউজার ব্লক করা
ফেসবুকের কোনো ইউজার বা ইউজারের ই-মেইল অ্যাড্রেসের ব্লক করতে Account > Privacy Setting> Block list এ আসুন। এখানে দেয়া নির্দিষ্ট স্থানে ইউজারের নাম বা ই-মেইল অ্যাড্রেস দিয়ে Block বাটনে ক্লিক করুন।
ফেসবুকের ভিডিও ডাউনলোডের সহজ উপায়
জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকের সাইট ফেসবুকে ভিডিও ব্যবস্থা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। পছন্দের ভিডিওগুলো ফেসবুক থেকে ডাউনলোড করার ব্যবস্থা নেই। ফলে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে চাইলে বেশ ঝামেলার সম্মুখিন হতে হয়। তবে বিভিন্ন টুলস বা ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুকের ভিডিও ডাউনলোড করা যায়।এর মধ্যে ডাউনলোড লিংক ব্যবহার করে সহজেই ভিডিও ডাউনলোড করা যায়। লিংক পেতে ভিডিওটির উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Open Link in New Tab করে অ্যাড্রেসবার থেকে লিংকটি কপি করুন। এরপরে www.facebookvideodown.com সাইটে গিয়ে Enter the video link অংশে ফেসবুকের ভিডিও এর লিংক পেষ্ট করে Download! বাটনে ক্লিক করুন। তহলে নিচে Download this Video বাটন আসবে। উক্ত বাটনে ক্লিক করলে ভিডিওটি MP4 ফরম্যাটে ডাউনলোড হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন